

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর সম্মানে চট্টগ্রাম এয়ারপোর্টে একটি বিমান নির্দিষ্ট সময়ের চেয়েও বিশ মিনিট অপেক্ষা করেছে।
জানা যায়, মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের আয়োজনে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকার মহাখালিতে মহাসম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। উক্ত সম্মেলনে ঢাকায় আসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকার বিমানের টিকেট বুকিং করা হয়।
হাটহাজারী থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আসার পথে অক্সিজেন এলাকায় ট্রেনের বগি লাইনচ্যূত হওয়ায় জ্যামের সৃষ্টি হয়। যে কারণে নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে পৌছা সম্ভব হয়নি। বিমান কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা এটি আমলে নিয়ে আল্লামা বাবুনগরীর জন্য বিশ মিনিট অপেক্ষা করে বিমান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
প্রসঙ্গত : তাহাফফুজে খতমে নবুওয়াতের আয়োজনে ঢাকার মহাখালীতে ‘কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার’ দাবিতে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের প্রথম সারির ওলামায়ে কেরামরাও উপস্থিত থেকে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি তুলেছেন।
আরও পড়ুন :
ইনু মেননদের কাছ থেকে সম্প্রীতির নসিহত শিখতে হবে না : মাওলানা মামুনুল হক