

পাবলিক ভয়েস: গতকাল ২৬ জানুয়ারি বিকেল ৬টায় স্থানীয় এক হোটেলে বাংলাদেশ মালয়েশিয়া শাখার এক ফুযালা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা ক্বারী হাবীবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা ক্বারী নূরুল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ জনাব আব্দুর রব।
সভায় মাওলানা ক্বারী হাবীবুর রহমানকে আহবায়ক, মাওলানা ক্বারী মাহমুদ হাসান জাকারিয়াকে যুগ্ন আহবায়ক, মাওলানা ক্বারী নূরুল আমীনকে সদস্যসচিব ও হাফিজ ক্বারী খালেদ আহমদকে অর্থসচিব করে ৭ সদস্য বিশিষ্ট মালয়েশিয়া শাখা আহবায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
শাখার উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় মালয়েশিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের
সমাবেশে প্রধান অতিথি আঞ্জুমানের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করলে উপস্থিত সুধীমন্ডলী সার্বিক কাজে সন্তোষ এবং সাধ্যানুযায়ী সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মোনাজাত ও আপ্যায়নের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।