যশোরে এমপির বাড়িসহ আ.লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯

পাবলিক ভয়েস:  যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহম্মেদের বাসভবনের সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। একই ঘটনা ঘটানো হয়েছে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানেও।

আজ রোববার (২৭ জানুয়ারি) ভোর রাতে পৃথক এ ঘটনা ঘটে। পুলিশ দলীয় কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বললেও দলের পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি।

স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা জানান, ভোর রাতে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বাসভবন ও তার ব্যবসা প্রতিষ্ঠান পাঁচ তারকা হোটেল ‘জাবির ইন্টারন্যাশনাল, চাকলাদার ফিলিং স্টেশনসহ তার অনুসারী কয়েক নেতার বাড়িতে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় দুবৃর্ত্তরা।

পরে শহরের কাজীপাড়ায় স্থানীয় এমপি কাজী নাবিল আহম্মেদের বাসভবন ‘শাহেদ সেন্টারের’ সামনে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় বিকট আওয়াজে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘দলীয় কোন্দলের জের ধরে নিজেদের শক্তি জাহির করতেই এ ঘটনা ঘটানো হযেছে। এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে পুলিশ এসব বিষয়ে তদন্ত করছে।’

এদিকে শাহীন চাকলাদার ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আ.লীগ কার্যালয় থেকে বেলা ১২টায় প্রতিবাদ মিছিল বের হয়েছে।

মন্তব্য করুন