

পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে রবিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ চত্ত্বরে শান্তিপূর্ণ বিক্ষোভ ও পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে বলেও দাবি জানিয়েছে সংগঠনটি।
এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম এবং সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন বলেন, শাহবাগ চত্ত্বরে পলিটেকনিক ছাত্রদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে পুলিশী হামলা’র মধ্য দিয়ে আরেকটি কালো অধ্যায় রচিত হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের হামলা ফ্যাসিবাদেরই নগ্ন বহিঃপ্রকাশ। শিক্ষার্থীদের উপর এমন নির্যাতন কোনো বিবেকবান নাগরিক মেনে নিতে পারেনা।
নেতৃদ্বয় আরও বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নিয়ে লিমন ও জান্নাতুল ফেরদৌস সহ গ্রেফতারকৃত সকল ছাত্রদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সর্বস্তরের ছাত্রসমাজ কে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।