চিঠি বিলি করে ইসলাম গ্রহণের আহ্বান: ২১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরগোয়ালদাহ ও মালাইনগর গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অর্ধশত পরিবারকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি দেওয়ার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

চিঠিপ্রাপ্তদের একজন চর গোয়ালদাহ গ্রামের অমিত মণ্ডলের ছেলে অসীম মণ্ডল রোববার শ্রীপুর থানায় এই মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে জানান, চিঠি দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে আটক উপজেলার চৌগাছি গ্রামের মঞ্জু বিশ্বাসের ছেলে ইউসুফ (৩৫), মহেশপুর গ্রামের ইয়াকুব মোল্যার ছেলে কুরবান (৩২) ও সাচিলাপুর গ্রামের আলীমুদ্দীনের ছেলে হাবিবুর রহমানকে (৪০) গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া রোববার উপজেলার কচুয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও চৌগাছি মসজিদের ইমাম মোস্তাকিম বিল্লাহকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। পরে রোববার রাতে চারজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, এ ঘটনায় রোববার মাগুরা সিনিয়ির জুডিশিয়াল মেজিস্ট্রেট মাহাবুবা শারমীন স্বপ্রণোদিত এক আদেশে বলেন, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ৪১ অনুযায়ী প্রত্যেক নাগরিক নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করে।

এ অবস্থায় হিন্দুদের ইসলাম গ্রহণে চিঠি দেওয়ার ঘটনার পেছনে যারা রয়েছেন তাদের আইনের আওতায় আনতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ২৩ মার্চের মধ্যে জানাতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত।

এরআগে শুক্রবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরগোয়ালদাহ ও মালাইনগর গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অর্ধশত বাড়িতে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়।

ওই চিঠির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল প্রতিবাদ জানায়। এরপর নড়ে-চড়ে বসে স্থানীয় প্রশাসন। হিন্দুদের বাড়ি বাড়ি বিলি করা চার পাতার ওই চিঠিতে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলা হয়েছে।

মন্তব্য করুন