শাল্লায় হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৩

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২১

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুপল্লীতে হামলার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার দিরাই ও শাল্লার বিভিন্ন স্থানে শনিবার (২০ মার্চ) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

এ নিয়ে দুইটি মামলায় মোট ৩৩ জনকে গ্রেফতার করা হলো। মামলায় বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার সকালে শাল্লার নয়াগাঁও গ্রামের হিন্দুপল্লীতে বর্বর হামলা ও ভাঙচুর চালায় পার্শ্ববর্তী নাচনি গ্রামের লোকজন। এ সময় বেশকিছু বাড়িতে লুটপাট চালানো হয়।

মন্তব্য করুন