

পারভেজ হোসাইন, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাধীন ১০নং ভাটরা ইউনিয়নের আলী মার্কেট হইতে ভাটরা বাজার পর্যন্ত এ সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ।
এছাড়াও নান্দিয়ারা বেপারী বাড়ি থেকে দল্টা কলেজ পর্যন্ত, আলী মার্কেট থেকে মাইজপাড়া পর্যন্ত এবং মেম্বারের ব্রীজ থেকে আব্দুল হকের বাড়ি পর্যন্ত দীর্ঘ এই সড়ক সহ একাধিক সড়ক ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ।
এ সড়কগুলো দিয়ে বর্তমানে মানুষ ও গাড়ি চলাচলের একেবারেই অনুপোযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা বলছেন, উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় সড়কের সমস্যা নিয়ে সব চাইতে খারাপ অবস্থায় আমরা। দীর্ঘ বছর ধরে হচ্ছে না সড়কগুলোর সংস্কার।
প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ জনগণের। এছাড়াও প্রচন্ড ধুলোবালির কারণে শিক্ষার্থী ও জনগণের অনেক কষ্ট পোহাতে হয়। ধুলোবালির কারণে মানুষ প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। এমতাবস্থায় চলতে থাকলে জনগণ হুমকীর মুখে পড়বে।
ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু বলেন, যে সড়কগুলো নিয়ে অভিযোগ উঠেছে আমি অনেক আগেই এই সড়কগুলোর লিস্ট ও আইডি নাম্বার এমপি মহোদয়ের নিকট প্রেরণ করেছি।
কিন্তু কেন পাস হচ্ছে না সেটা বলতে পারছি না। তবে এই সড়কগুলো আসলেই খুব ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার শিকার হতে হয় ভাটরা বাসীকে। তবে আশা রাখা যায় পর্যায়ক্রমে সকল সড়কগুলো সংস্কার করা হবে।