খুলনায় বঙ্গবন্ধুর জন্মদিনে ১৯ হাজার বার কোরআন খতম

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেশজুড়ে চলছে বিভিন্ন আয়োজনের প্রস্তুতি।

সরকারি তো বটেই, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করবে। এর মধ্যে খুলনা জেলা প্রশাসন নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ- ১৯ হাজার ২০০ বার পবিত্র কোরআন খতম করা হবে।

মঙ্গলবার (১৬ মার্চ) এক প্রেসব্রিফিংয়ে বিস্তারিত জানান জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি বলেন, কোরআন খতম শেষে ১৭ মার্চ আসর নামাজ আদায়ের পর দোয়া-মোনাজাত পরিচালনা করা হবে।

এজন্য জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ৬ হাজার ৬৬৬ জন আলেম। কোরআন খতমের পর তারা এই বিশেষ দোয়া পরিচালনা করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল আরো বলেন, জেলা স্টেডিয়ামে আরো উপস্থিত থাকবেন সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মুসল্লিরা। মাঠেই আসরের নামাজ আদায় করা হবে। এরপর সবাই মোনাজাতে শরীক হবে।

‘এই কর্মসূচিকে ছড়িয়ে দিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে। জুম অ্যাপের মাধ্যমে ১ হাজার ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানকে সংযুক্ত করা হবে এই দোয়া-মাহফিলে।

এই প্রক্রিয়ায় মাঠের বাইরের ৫ লক্ষাধিক মানুষ এতে অংশ নিতে পারবেন।’ যোগ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল।

মন্তব্য করুন