শানে রিসালাত সম্মেলনে হেফাজতে ইসলামের নেতারা

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১

সুনামগঞ্জের দিরাইয়ে হেফাজতে ইসলামের আয়োজনে শানে রিসালাত সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছে। দুপুরের আগেই সমাবেশস্থল দিরাই স্টেডিয়াম মাঠ কানায় কানায় ভরপুর হয়ে উঠে। আগত তৌহিদী জনতা অবস্থান নেন পার্শ্ববর্তী দিরাই সরকারি কলেজ, বাসস্ট্যান্ড, নতুন বাগবাড়ী, ভরারগাঁও সড়কসহ আশপাশের এলাকায়।

বেলা সাড়ে ১২টার দিকে হেফাজতের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ হেফাজতের কেন্দ্রীয় নেতাদের বহনকারী হেলিকপ্টার দিরাই হ্যালিপ্যাড মাঠে অবতরণ করেছে।

হেলিকপ্টার থেকে নামার পর ৬০০ জনের স্বেচ্ছাসেবক টিম তাদেরকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যান।

হেলিকপ্টার নামার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক টিম দিরাই মজলিসপুর মাঠের চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে থাকেন। পরে হেলিকপ্টার নামার সাথে সাথে তারা আল্লাহু আকবার বলে তাদের নিরাপত্তা দিয়ে মাওলানা সুয়েব আহমদের বাসায় নিয়ে যান।

সোমবার (১৫ মার্চ)  দুপুর ২টায় হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে শানে রিসালাত সম্মেলনে বক্তব্য রাখেন তারা।

দিরাই উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী বলেন, আমরা আশা করছি দিরাইয়ে শানে রিসালাত সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। আমাদের সব রকমের প্রস্তুতি শেষ। সম্মেলন সফল করতে এবং কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তার জন্য ৬০০ স্বেচ্ছাসেবক কাজ করছেন।

মন্তব্য করুন