

পারভেজ হোসাইন, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির সমুর বিরুদ্ধে মাছ চাষ করে সরকারি রাস্তার ক্ষতিসাধন সহ রাস্তা ভাঙ্গার জন্য দায়ী করেছেন স্থানীয় জনগন। ঘটনাটি ঘটছে উপজেলার ভাটরা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড হাশিমপুর গ্রামে।
জানা যায়, ভাটরা ইউনিয়নের বেশিরভাগ রাস্তাই জরাজীর্ণ। তার মধ্যে ভাটরা বাজার টু দল্টা ডিগ্রী কলেজ রোডের হাশিমপুর আব্দুস সমদ ভুইয়া বাড়ির পুকুর পাড়ে মাছ চাষের জন্য রাস্তার পাড় ভেঙ্গে পুকুরে বিলিন হয়ে যাচ্ছে। এতে ভাটরা বাজার সহ দল্টা কলেজমুখি হতে স্থানীয় জনগনের অনেক কষ্ট পোহাতে হচ্ছে। বড় গাড়ি তো দুরের কথা এই রাস্তা দিয়ে এখন সাইকেল, রিক্সা চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এখনই ব্যবস্থা নেওয়া না হলে যেকোন মুহুর্তে রাস্তা বিলীন হওয়ার অশংকা করছেন স্থানীয় জনগন। সেই সাথে রাস্তার পাশাপাশি নামাযের স্থান, ঘাটলা ও অন্যের সম্পদ বিলীন হয়ে যাচ্ছে।
বিষয়টি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ও পুকুরের মালিক জাহাঙ্গীর কবির সমু মাছ চাষের কারনে রাস্তা ভাঙ্গার বিষয়টি অস্বীকার করে বলেন, অতিরিক্ত লোড গাড়ি চলাচলের কারনে রাস্তার ক্ষতি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এবং তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান।
স্থানীয় লোকজনের এখন একটাই দাবি রাস্তাগুলো দ্রুত সংরক্ষনের ব্যবস্থা করে জনগনের চলাচলের উপযোগী করা হোক। ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু বলেন, রাস্তার সমস্যা হচ্ছে এটা সত্যি। বিষয়টা খুবই দুঃখজনক। এভাবে মাছ চাষ না করতে পুকুরের মালিককে অবগত করা হয়। এবং পুকুরের পাশে গাইড ওয়াল দেওয়ার কথা বলা হয়েছে। সড়কটির সমস্যায় ব্যবস্থা নেওয়া হবে।