ফেসবুকে রাসুল (সা.)কে নিয়ে কটুক্তি, হিন্দু ধর্মাবলম্বী যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে ফেসবুক পোস্টে কটুক্তি করায় অভি দাস রনি (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে তাকে ঢাকার সায়েদাবাদ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ দল আটক করে। সে জেলার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের জহর লাল দাসের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার ফেসবুকে “গোলাপে এত সুগন্ধ কেন? নবীজির এক ফোটা ঘাম মোবারক পড়েছিল তাই” লেখা একটি পোষ্টে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননা ও আপত্তিকর কমেন্টস করে অভি দাস রনি। উক্ত কমেন্টসটি অরুয়াইল এলাকার লোকজনের দৃষ্টিগোচর হলে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সন্ধ্যা ৭টার দিলে অরুয়াইল বাজার এলাকায় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া ও এডভোকেট সফিক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। এসময় স্থানীয় লোকজন রনি দাসকে গ্রেফতার ও তার শাস্তির দাবীতে করে। বিক্ষোভ থেকে ২৪ ঘন্টার মধ্যে রনি দাসকে গ্রেপ্তার করার দাবী জানানো হয়।

এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এর একটি টিম ঢাকা সায়েদাবাদ এলাকা থেকে অভিযান পরিচালনা করে অভি দাস রনিকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়।

মন্তব্য করুন