বরিশালে ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯
বরিশাল ম্যাপ

পাবলিক ভয়েস: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে লিনা রায় (২৩) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলায় জোবারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লিনা উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের বিমল রায়ের মেয়ে ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্রী।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনন জানান, লিনা উপজেলার বড় মগড়া গ্রামে মামার বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যানে বাড়িতে আসছিলেন। পথে আগৈলঝাড়া উপজেলায় জোবারপাড় এলাকায় পৌঁছালে লিনার ওড়না ভ্যানের চাকায় পেচিয়ে গলায় ফাঁস লেগে রাস্তার ওপর পড়ে যায়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মানবতা ও দুস্থ কল্যাণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গৈলা এলাকায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন