

মোহাম্মাদ আবদুল মালেকের ব্যক্তিগত ও পেশাগত জীবনের দীর্ঘ ৩০ বছরের ঘটনা নিয়ে প্রকাশ করা হয়েছে ব্যক্তিজীবনী মূলক “দ্যা হিস্ট্রি অব অ্যা সু মেকার” নামক বইটি। মোহাম্মাদ আবদুল মালেক নিজেই উক্ত বইয়ের লেখক।
বুধবার ১০ মার্চ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে উক্ত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মোহাম্মাদ আবদুল মালেক বলেন, বইটি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে লেখা। বইতে চামড়ার পণ্য উৎপাদন বিক্রয়সহ নানা বিষয়ে আলোকপাত করা হয়েছে। এছাড়াও চামড়া জাতীয় প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক উভয়েই উপকৃত হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, আলমগীর মহিউদ্দিন, মোহাম্মাদ জসিম উদ্দিন সহ আরো অনেকে।
কবিদের কবিতা আবৃত্তির মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।