
পাবলিক ভয়েস: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক সাইফুল ইসলাম টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। অভিযানে চার হাজার ৭০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ ৬৭ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-৭ এর টেকনাফ ক্যাম্পের কমান্ডার শাহেদ মির্জা মাহতাব বলেন, সাইফুল দীর্ঘদিন ধরে মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

