পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

পাবলিক ভয়েস: পটুয়াখালীর বাউফলে বাজারে অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় কালিশুরী ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনা ঘটে।

এদিকে বাজারে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হওয়ায় বিক্ষুব্ধ জনতা একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন বাউফল উপজেলা ফায়ার সার্ভিসের সহকারী সুপার সেলিম মোল্লা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও ধারণা করছেন তিনি।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস কান্তি দে জানান, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের কুমারখালী বাজারে অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বাউফল এবং দশমিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

মন্তব্য করুন