অমূল্য মোহর!

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

উম্মে সুলাইম (রা)। যিনি ছিলেন বানু নাজ্জারের প্রখ্যাত আনসারী মহিলা সাহাবী। রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খাদিম আনাস ইবনু মালিকের (রা) সম্মানিতা মা হলেন উম্মু সুলাইম (রা)। আনাসের (রা) পিতা মালিক ছিল তার প্রথম স্বামী। কিন্তু উম্মু সুলাইমের ইসলাম গ্রহণ তাকে শোকাহত করল। সে মনের কষ্টে স্ত্রী ও সন্তান ফেলে শাম দেশে চলে যায় এবং সেখানে মারা যায়।

এরপর আবু তালহা উম্মে সুলাইমকে (রা) বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সে ছিল মুশরিক। উম্মে সুলাইম (রা) বললেন, “আবু তালহা, কোনো মুশরিককে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর অনুসারী হয়েছি। আচ্ছা! আবু তালহা, আপনি দেখেন না আপনি যে ইলাহদের পূজা করেন তা মানুষেরই তৈরী। আপনার এইসব ইলাহ তো মাটি দ্বারা তৈরী। আগুন লাগালে জ্বলে যায়।”

আবূ তালহা বললেন – তা অবশ্য ঠিক।
তিনি আবার বললেন, “আবূ তালহা, একটি গাছের পূজা করতে আপনার লজ্জা হয়না? আপনি ইসলাম গ্রহণ করলে আপনাকে আমার বিয়ে করতে কোন আপত্তি নেই। তখন আপনার ইসলামই হবে আমার মোহর। তাছাড়া আমি আর কিছু চাই না।”
আবু তালহা অবাক হলেন, বললেন – “তুমি সোনা-রূপা চাওনা?”
উম্মে সুলাইম (রা) বললেন, “না আমি তা চাই না। আমি চাই আপনার ইসলাম।”
এ কথাগুলি শুনে আবূ তালহার অন্তরে বিশেষ ভাবনা তৈরী হলো। তিনি উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করলেন, “এ ব্যাপারে আমাকে কে সাহায্য করতে পারে?”

তিনি বললেন – “রাসূলুল্লাহ ﷺ” “বিষয়টি আমি ভেবে দেখবো”-একথা বলে আবু তালহা চলে গেলেন।

আবূ তালহা চললেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে । তিনি ﷺ তখন সাহাবীদের মাঝে বসা ছিলেন। তিনি ﷺ বললেন, “আবূ তালহা আসছে। তার কপালে ইসলামের দীপ্তি দেখা যাচ্ছে। আবূ তালহা রাসূলুল্লাহ ﷺ কে উম্মে সুলাইমের (রা) কথাগুলি বললেন। নবীকে ﷺ কে সালাম দিয়ে বললেন, “ইয়া রাসূলাল্লাহ! আশহাদু আল-লা~ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ।” অতঃপর ইসলামের বিনিময়েই রাসূলুল্লাহ ﷺ আবু তালহা (রা)-কে উম্মে সুলাইমের (রা) সাথে বিয়ে দেন।

সাবিত (রাঃ) বলতেন, “উম্মু সুলাইমের (রা) মোহরের চেয়ে উত্তম মোহরের কথা আমরা আর শুনিনি। তাঁর সেই মোহর ছিল ইসলাম।”

আসহাবে রাসূলের জীবনকথা বই থেকে নুসাইবা আক্তার নুহি

মন্তব্য করুন