

রাজধানী ঢাকার লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিনের ওপর অতর্কিত হামলার তীব্র নিন্দা এবং অপরাধীকে আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল-হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাহমূদুল হাসান বলেন, দেশের জনমানুষের পাশাপাশি সকল আলেমদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। একজন মাদরাসার মুহাদ্দিস এভাবে হামলার শিকার হবেন, তা কখনো মেনে নেওয়া যায় না।
অচিরেই অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত : গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর কর্মস্থল লালবাগ মাদরাসা থেকে লালমাটিয়ার নিজ বাসায় ফেরার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মুফতি জসিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করেন। আঘাতে তার পিঠের বাম পাশে গভীর ক্ষত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে এ ঘটনার প্রায় দুইদিন পার হয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।