

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদের খেদমত করার সুযোগ সবার কপালে জুটে না।
গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বন্দর মোল্লাবাড়ি দিঘিরপাড় জামে মসজিদ উদ্ভোদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান। এসময় সকলের উদ্দেশ্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমি জেলা পরিষদের চেয়ারম্যান হতে পেরেছি। প্রধানমন্ত্রীর উন্নয়ন ও তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। আমি যতদিন বেচে থাকব তত দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে বেচে থাকব।
উদ্ভোদন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর মোল্লাবাড়ি দিঘিরপাড় জামে মসজিদ কমিটির সভাপতি মহসিন কাজী। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জি এম আরমান, মহানগর আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাজী সহিদ, আমিরুল ইসলাম, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী, সমাজ সেবক এস এসম রুমি, কালাম, সাইফুল, রফিক, রনি ও আরিফ প্রমুখ।