
পারভেজ হোসাইন, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জে নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানু্ষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার ০১ (ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ১নং কাঞ্চনপুর ইউপির বক্ষ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি সরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চাঁদপুর সদর উপজেলার সভাপতি মোঃ জাহিদুল হক মিলন, সাধারন সম্পাদক নজির আহম্মেদ অপু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ জাবেদ চৌধুরী, ফোকাস মোহনা চিপ বাবু আলম, রামগঞ্জ ব্লাড ডোনারস্ ক্লাবের সভাপতি সাংবাদিক মাহমুদ ফারুক, রামগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম কবির, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশন রামগঞ্জ শাখার সাধারন সম্পাদক মোঃ আরমান খান, মোহাম্মদ আরাফাত প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি আল আমিন, সাধারন সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, সদস্য অপু দাস, মরিয়ম আক্তার, বিথি, জান্নাত, সিতাত বিনতে সাত্তার, হাছান, আবদুল্লা জুয়েল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যগন।
উল্লেখ্য, নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থা একটি সামাজিক সংগঠন। সংগঠনটি ২০২০ সালের জুলাই মাসে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এ সংগঠনটি জরুরী প্রয়োজনে বিভিন্ন হসফিটালে রোগীদের ব্লাড ডোনেট করে থাকে। এ পর্যন্ত এ সংগঠনটির উদ্যোগে ২০৭ ব্যাগ রক্ত ডোনেট করা হয়েছে বলে সংগঠনটির সদস্যগন জানিয়েছেন।

