টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালো ফেসবুক লীগ

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

ডেস্ক প্রতিবেদন: বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী অনলাইন লীগের (এফবি লীগ) নেতৃবৃন্দ আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। শ্রদ্ধা জানানো শেষে জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় পবিত্র সুরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়।

এসময় বাংলাদেশ আওয়ামী অনলাইন এফবি লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল হোসেন, মডারেটর মো. মিরাজ হোসেনসহ বিভিন্ন জেলা কমিটির আহবায়ক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন