

ভোলা প্রতিনিধি: ভোলার শিক্ষাগুরু ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ভোলা যুব মহিলা লীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্নার ও ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমির বাবা মো. মোতাহার হোসেন মাস্টার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
২৯ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে শহরের গাজীপুর রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি পাঁচ মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গুণী এ শিক্ষকের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বানিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভোলা জেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সংগঠন।
আজ শনিবার দুপুর ২টায় সদর উপজেলার ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।