নড়াইলে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের ৮ জন দগ্ধ    

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

পাবলিক ভয়েস: নড়াইলে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার হবখালী ইউনিয়নের সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাধুখালী গ্রামের মৃত ইউনুস ফকিরের ছেলে সবুর ফকিরের বাড়িতে নতুন গ্যাসের চুলায় সবুর ফকিরের মেয়ে পানি গরম করার সময় চুলায় আগুন ধরে যায়। তখন বাড়ির অন্য লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে বালু চাপা দিয়ে আগুন নিভিয়ে নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই পুনরায় আবার চুলায় আগুন জ্বলে ওঠে। এ সময় চুলার পাশে থাকা সবুর ফকিরসহ তার পরিবারের আটজন দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনে। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন