টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

পাবলিক ভয়েস: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে মাটির ভেতর ও খালপার হতে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ শুক্রবার সকালে উপজেলার উত্তর জালিয়াপাড়ায় মাটি খুঁড়ে ড্রামবর্তী এক লাখ ৩০ হাজার ও নাজিরপাড়ায় লবণ প্রজেক্ট এলাকা হতে ২০ হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সব ঘটনায় কাউকে আটক করা যায়নি।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, টেকনাফ বিওপির বিশেষ টহলদল উত্তর জালিয়াপাড়ায় অভিযানে গিয়ে একটি বাড়ির পাশে মাটি খুঁড়ে ইয়াবাভর্তি ড্রাম বের করে। সেখানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

অপরদিকে নাজিরপাড়ার লবণ প্রজেক্ট এলাকার এক নম্বর স্লুইস গেইট দিয়ে ইয়াবার চালান আসার খবর পায় বিজিবি। সকাল ১০টার দিকে নাজিরপাড়া বিওপির হাবিলদার আশরাফুল আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে এক ব্যক্তি বিজিবিকে দেখে হাতে থাকা ব্যাগটি ফেলে কেওড়া বাগানের ভেতর পালিয়ে যায়। তার ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে তা খুলে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বিজিবি কর্মকর্তা শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, জব্দ করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।

মন্তব্য করুন