

বি-বাড়িয়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়া বি-বাড়িয়া মাদরাসার জামায়াতে মিশকাতের (ফযিলত ক্লাশ) সকল ছাত্রদেরকে বহিস্কার করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
আজ ২ জানুয়ারী মাদরাসার শিক্ষা পরিচালক মুফতী শামসুল হক সরাইলি স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ বহিস্কারাদেশ দেয়া হয়।
বহিস্কারাদেশে জানানো হয় – অদ্য ০২-০১-২০২০ ইং তারিখে জামিয়ার সকল শিক্ষকদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে জামিয়ার ইতিহাস, ঐতিহ্য ও মান সম্মানের উপর চরমভাবে আঘাত হানার কারণে মাদরাসার সফফে ছালেছে আশারা তথা জামাতে মিশকাতের সকল ছাত্রদেরকে বহিস্কার করা হলো।
বিষয়টি নিয়ে পাবলিক ভয়েস এর পক্ষ থেকে জামিয়া ইউনুছিয়ার মুহতামিম মাওলানা মোবারক উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন – তারা মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য বিরোধী অনেক কাজ করেছে। উস্তাদের সাথে বেয়াদবিসহ মাদ্রাসার অনেক নিয়ম কানুন ভেঙেছে। তাই সকল ওস্তাদদের সিদ্ধান্তক্রমে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিয়ে বহিস্কৃত ছাত্রদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে সম্ভব হয়নি। তবে ভিন্ন অনুসন্ধানে জানা গেছে – মাদ্রাসার অভ্যন্তরীণ কয়েকটি বিষয় নিয়ে সম্প্রতি একটি আন্দোলন হয়েছে। সে আন্দোলনে ছাত্রদের সাথে শিক্ষদের দূরত্ব তৈরি হয়েছিলো। যা পরবর্তিতে মিটিয়ে ফেলা হয়েছে বলেও জানা গেছে। কিন্তু হুট করে এক ক্লাশের সকল ছাত্রদেরকে কেন এভাবে বহিস্কার করা হলো তা বিস্তারিত কেউ বলতে পারেননি।
– হাছিব আর রহমান।