

পাঠক মতামত-
বিখ্যাত হাদীস বিশারদ আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহু, তাঁর প্রতিটি দরস ব্যতিক্রম টাইপের, তিনি প্রতিটি পাঠদানে ব্যাখ্যাসহ বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। যার কারণে ছাত্ররা তাঁর পাঠদানে মুগ্ধ। আগামী দিনের পথ চলার দিকনির্দেশনার জন্য প্রতিনিয়ত হাজার হাজার ইলম পিপাসু ছাত্র নিরবিচ্ছিন্নভাবে তাঁর দরসে অংশ গ্রহন করে থাকে। যার ফলে তাঁর ইলমের আলো ছড়িয়ে পড়েছে বিশ্বময়।
এমন একজন হাদীস বিশারদ মজলুম আলেমেদীন ১৩ সালে রিমান্ডের পর থেকে বার্ধক্যজনিত রোগ সহ দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনিরোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন। সরকার কর্তৃক পাসর্পোট জব্দ করার কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশে এবং পবিত্র হজ্জ ও উমরাও যেতে পারছেন না তিনি।
এই তো গত ২২ জানুয়ারী থেকে তিনি আবারো অসুস্থ হয়ে বিছানায় শায়িত। ২৩ জানুয়ারী বুধবার চট্টগ্রাম শহরের সি এস সি আর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মাদরাসায় নিয়ে আসা হয়েছে ৷ কর্তৃপক্ষের নিকট বার বার পাসপোর্ট ফেরৎ চেয়েও ব্যর্থ হয়েছেন। একজন প্রখ্যাত হাদীস বিশারদের সাথে এমন ন্যাক্কারজনক আচরণ বড়ই দুঃখজনক। পাসপোর্ট জব্দকারী কর্তৃপক্ষকে বলবো, মনে রাখবেন একজন হক্কানী আলেম আল্লামা বাবুনগরী শুধু বাংলাদেশের রত্ন নয়! পুরো দুনিয়ার রত্ন।
এমন একজন প্রখ্যাত হাদীস বিশারদের সাথে এমন ন্যাক্কারজনক আচরণ সুফল বয়ে আনবে না। কাজেই তাঁর উন্নত চিকিৎসার নিমিত্তে জরুরী ভিত্তিক তার পাসপোর্টের ব্যবস্থা করে দিন।
রাশিদুল ইসলাম
অধ্যায়নরত দারুল উলুম হাটহাজারী মাদরাসা।