নোয়াখালীতে অসহায় শীতার্তদের পাশে ইশা ছাত্র আন্দোলন

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

ইউসুফ পিয়াস:

শৈত্যপ্রবাহ আর ঘনকুয়াশায় দেশের মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র শীতে ভাসমান, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দরিদ্র মানুষগুলো। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় বিপাকে পড়েছেন তারা। রাতে আগুন জ্বালিয়ে অথবা সামন্য কাপড়ে নিজেকে জড়িয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা করে এসব অসহায় মানুষরা।

রাস্তার ফুটপাত কিংবা স্টেশনে পড়ে থাকা এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এশে দাঁড়িয়েছে ইশা ছাত্র আন্দোলন। দেশব্যাপি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিসহ বিভিন্ন সেবামূলক কাজ অব্যাহত রাখছে সংগঠনটির বিভিন্ন শাখার দায়িত্বশীলরা।

বুধবার (৩০ডিসেম্বর) গভীর রাতে নোয়াখালী জেলার চৌমুহনী রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তরের সভাপতি- মুহাহাম্মদ ইবরাহীম খলীল -এর নেতৃত্বে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে নোয়াখালী জেলা উত্তরের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি জিএম মাহমুদুল হাসান হামিদী, সাধরণ সম্পাদক মিজানুর রহমান আতিকি, সাংগঠনিক সম্পাদক, মুহাম্মাদ ইকবাল হোসাইন, প্রচার ও প্রকশানা সম্পাদক,মুহাম্মাদ শিব্বির আহমদ, অর্থ সম্পাদ খালেদ সাইফুল্যাহ, দপ্তর সম্পাদক মাহমুদুর রহমান,কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক, রিয়াদ আজিজ,আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সহ চৌমুহনী পৌর নেতৃবৃন্দ।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন