শীতার্তদের মাঝে ‘পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি’র কম্বল বিতরণ

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

মাহমুদুল্লাহ, গাইবান্ধা: পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব) এর উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় তিনশতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ভ্যাসলিন বিতরণ করা হয়। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার বিপিএড কলেজ মাঠে এই শীত উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তরাঞ্চলে তীব্র শীতে মানুষ যখন কাতর, অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই, তখন এ-সমস্ত খেটে খাওয়া মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে এই আয়োজন করে ‘পিসব’।

সকাল দশটায় শুরু হওয়া উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রামকৃষ্ণ বর্মন। উপস্থিত ছিলেন পিসবের প্রতিনিধি মাওলানা ফেরদৌস ও মাওলানা সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্হানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণের পূর্বে স্থানীয় ওলামায়ে কেরাম ও মাওলানা ফজলে রাববি কিছু ঈমানী মুজাকারা করেন। পুরো আয়োজনজুড়ে স্বাস্থ্যবিধির প্রতিও বিশেষ লক্ষ্য রাখা হয়। বসার ফাঁকে দূরত্ব ও প্রবেশের মুখে সবাইকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা প্রজেক্ট বাস্তবায়ন কর্মকর্তা জনাব জহুরুল ইসলাম কার্যক্রম পরিদর্শন করে খুব খুশী হন। এরকম কাজে পাশে থাকার আশ্বাস দেন।

পিসবের গাইবান্ধা প্রতিনিধি মাওলানা ফজলে রাববিসহ একদল কর্মঠ স্বেচ্ছাসেবকের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আয়োজনটি সফলতার মুখ দেখে। মাওলানা আরিফ হাসান, মাওলানা মাহমুদুল্লাহ ফারাজি, হাফেজ আবদুল আজিজ, আবদুল আলিম, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, হাফিজুর রহমান হাফিজ, রুহুল আমিনসহ অনেকেই স্বেচ্ছাসেবী টিমে ছিলেন।

উল্লেখ্য, পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ সরকারি রেজিষ্ট্রিভুক্ত একটি সেবা সংস্হা। সংস্হাটির প্রজেক্ট পরিচালক মাওলানা ইমরান হুসাইন হাবিবীর তত্ত্বাবধানে সারা দেশে তারা বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। তাদের উদ্যোগে এবারের শীতে দেশের বিভিন্ন অঞ্চলের ছাব্বিশটি জেলায় তের হাজার কম্বল বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন