

শামীম আহমেদ রনি পরিচালিত ‘কমান্ডো’ ছবির টিজার প্রকাশ পেয়েছে ২৫ ডিসেম্বর। টিজার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিটিতে ইসলামকে অবমাননা করা হয়েছে। কিন্তু সে রকম কিছু নয় বলে জানিয়েছেন প্রযোজক সেলিম খান।
তিনি বলেন, টিজারের একটি দৃশ্য দেখে বলে দেওয়া যায় না পুরো গল্প কি। আমি নিজেই মুসলিম। ইসলামকে অবমাননা করার মতো সাহস আমার নেই।
বরং এই ছবিতে ইসলামের অনেক গুণাবলী তুলে ধরা হয়েছে। আমি চাই, আগে সবাই ছবিটি দেখুন তারপর মন্তব্য করুন। শাপলা মিডিয়া এর আগে অন্তত ২০টি ছবি মুক্তি দিয়েছে। তার কোনটিতেই কিন্তু ইসলাম অবমাননা ছিল না। ফলে এবারও তার ধারাবাহিকতা থাকবে।’
পরিচালক রনি বলেন, ‘টিজারের যে দৃশ্যটি নিয়ে সবাই সমালোচনা করছেন সেটা আসলে কেউ বুঝতে পারেননি। আমি এখনি গল্প বলে দিলে সবাই পরিস্কার হয়ে যেতেন। কিন্তু তাতে ছবির ব্যবসার ক্ষতি হতো। কোরবানির ঈদে কমান্ডো মুক্তি পাবে। তখন দেখলে আপনাদের ভুল ভাঙবে নিশ্চিত।’
আই.এ/