কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের চ্যাম্পিয়ন “টিম ফুটাটসু স্কোয়ার”

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

জাভেদ রায়হান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ এর অন ক্যাম্পাস গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে ফাইনালিস্ট ৬ টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে টিম ফুটাটসু স্কোয়ার।

প্রতিযোগিতায় ১ম রানার্স আপ হয়েছে টিম রুফকেট এবং ২য় রানার্স আপ হয়েছে এগসিলেন্ট কোয়ার্টেট।

গতকাল বৃহস্প্রতিবার ( ২৪ ডিসেম্বর) রাত ৭ টায় প্রতিযোগিতার গ্র‍্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনাল বিজয়ীরা সরাসরি মুম্বাই, কুয়ালালামপুর, সিংগাপুর, সাংহাই, মানালি,লন্ডন সহ বিশ্বের আরও বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য আঞ্চলিক সমাপনী রাউন্ড এর যেকোনো একটিতে অংশগ্রহণের সুযোগ পাবে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজক কমিটি।

এছাড়া বিজয়ী টিম ফুটাটসু স্কোয়ার প্রতিযোগিতার পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে সর্বমোট ১৭,৫০০ টাকা মূল্যের নগদ ও গিফট প্যাকেজ পাবেন।

প্রতিযোগিতার বিচারক আরএসপিএলের এইচ আর মানেজার কাইয়ুম ইসলাম সোহেল বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অসাধারণ কিছু বিজনেস আইডিয়া আমরা পেয়েছি, এবং এমন বেশ কিছু প্রজেক্ট পেয়েছি যেগুলো একবিংশ শতাব্দির উল্লেখযোগ্য কিছু সমস্যা সমাধানে বড় অবদান রাখবে।

অংশগ্রহণকৃত প্রত্যেকটি টিম এবং তাদের কাজ অসাধারণ। আশা করি শিক্ষার্থীরা তাদের চলমান সৃজনশীলতার চর্চা ভবিষ্যতেও চালিয়ে যাবে এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সামাজিক ব্যবসায় ইতিবাচক ভূমিকা পালন করবে।

প্রতিযোগিতাটির বিষয়ে হাল্ট প্রাইজের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ক্যাম্পাস ডিরেক্টর মোঃ জহির রায়হান বলেন, ‘ কুবিতে সফলভাবে হাল্ট প্রাইজের মতো এমন একটি আন্তর্জাতিক প্রোগ্রাম আয়োজন করতে পেরে একইসাথে আনন্দিত ও উৎসাহিত ৷

এবারের আয়োজনে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো অভাবনীয়, যা আমাদের অনুপ্রেরণা দেয় আরও এমন ইভেন্ট আয়োজন করার৷ আশা করি কুবিয়ানদের নিত্য নতুন ধারণার মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। ‘

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এবারের হাল্ট প্রাইজ দুইটি রাউন্ডে অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিকভাবে প্রায় ৪২ টি দল প্রিলিমিনারি আইডিয়া সাবমিশন পর্বে অংশ নেয়।

অংশগ্রহণকারী দলগুলো ১৫ টি স্লাইডের মাধ্যমে তাদের নিজস্ব আইডিয়া সাবমিট করে। এখান থেকে ৬ টি দল ফাইনাল রাউন্ডের জন্য চূড়ান্ত হয়।

চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতিযোগীরা ৬ মিনিটে এবারের প্রতিযোগিতার ‘চ্যালেঞ্জ ফুড ফর গুড’ সম্পর্কিত তাদের বিজনেস আইডিয়া শেয়ার করে। পরবর্তীতে তারা বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে।

চূড়ান্ত প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকগণ ফুটাটসু স্কোয়ারকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে।

পুরো প্রতিযোগিতায় বিচারক হিসেবে অন্যান্যদের মধ্যে ছিলেন টেট্রার কো ফাউন্ডার এন্ড চিফ অফারেশন অফিসার মুবাশ্বির তাহমিদ, টারটেল ভেনচারের ফাউন্ডার ও সিইও সারাবান তাহুরা তুরিন ও ‘ইডিওএমও’র ফাউন্ডার আলিসা জান্নাতুল তাজরিন।

এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন উইনার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, বহুব্রীহি, গ্যাজেট কর্নার এক্সক্লুসিভ, গোল্ডেন স্পুন, অন্ট্রোপ্রেনিয়রশিপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব এবং দা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো শিক্ষার্থীদের নোবেল খ্যাত বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা। যা জাতিসংঘ, ক্লিনটন ইনিশিয়েটিভস (আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর সংস্থা) এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল এর যৌথ আয়োজনে বিশ্বের ১০০ এর অধিক দেশে আয়োজিত হয়ে থাকে। এ প্রতিযোগিতার মাধ্যমে জাতিসংঘের চিহ্নিত সমস্যার সমাধান এবং তা বাস্তবায়নের জন্য বিজয়ীদের ১ মিলিয়ন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি টাকা) পুরস্কার প্রদান করা হয়।

 

এন.এইচ/

মন্তব্য করুন