আশুলিয়ায় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: আশুলিয়ায় নিজের মুদি দোকান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে চানগাঁও এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

দোকানে ঢুকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহত ওসমান গনি প্রামানিক চানগাঁও এলাকার আজিজুর রহমান প্রামানিকের ছেলে। আটকরা হলো- একই এলাকার সোহেল ও তার সহযোগী খুলনা জেলার রুবেল ও শিপন।

আশুলিয়া থানার এসআই ফজিকুল ইসলাম জানান, কিছুদিন আগে মোবাইল ফোনে ফ্লেক্সিলোডে টাকা দেয়া নিয়ে স্থানীয় সোহেলের সঙ্গে বাকবিতণ্ডা হয় নিহত দোকানির। সেই সূত্র ধরেই ওসমান গনিকে হত্যার পরিকল্পনা করে সোহেল।

মন্তব্য করুন