

পাবলিক ভয়েস: নোয়াখালীর কবিরহাট উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মো. মাওলা (৩০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার আরো পাঁচ যাত্রী।
আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলা উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মৃত লোকমান হোসেনের ছেলে। আহতরা হলেন-মোহাম্মদ উল্যা (৫০), নজরুল ইসলাম (২৪), কালা মিয়া (৬০), আবু সায়েদ (২০) ও কামাল উদ্দিন (৫০)।
স্থানীয়রা জানান, সকালে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশা সুন্দলপুর থেকে কবিরহাট শহরে আসছিল। পথে দৌলতপুর এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকাশার যাত্রী মাওলা ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন আরো পাঁচ যাত্রী।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মো. হাসান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।