আল্লামা কাসেমীকে দেখতে ঢাকায় হেফাজত আমীর বাবুনগরী

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

সংগঠনের মহাসচিব অসুস্থ আল্লামা নুর হুসাইন কাসেমীকে দেখতে রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে পৌঁছেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। তিনি আজ আসকালে বিমানযোগে চট্টগ্রামের হাটহাজারী থেকে ঢাকায় পৌঁছান।

আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারি মাওলানা ইন’আমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, হেফজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী শনিবার রাতে পাবলিক ভয়েসকে মুঠোফনে জানান, আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা পূর্বের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তিনি বলেন, হুজুরের শারীরিক অবস্থা গত দুইদিন যেমন ছিলেন বর্তমানে তেমন আছেন। ডক্তাররা জানিয়েছেন পূর্বের চেয়ে বর্তমানে কিছুটা উন্নতির দিকে আছে আল্লামা নূর হোসাইন কাসেমী।

তিনি আরো বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেবের চিকিৎসারত ডাক্তরার বলেছেন, তিনি বর্তমানে চোখ খুলে একটু একটু তাকাচ্ছেন এবং হাত পা নড়াচড়া করছেন।

ফজলুল করীম বলেন, সারাদেশের ছাত্র, শিক্ষক, এবং সাধারণ মানুষের দোয়ায় আল্লামা নূর হোসাইন কাসেমী আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমরা আশাবাদী। এ অবস্থায় আল্লাহ রব্বুল আলামীনের দিকে আমরা তাকিয়ে আছি। সুস্থ করার মালিক আল্লাহ।

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

নূর হোছাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও কয়েক দফা করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান মাওলানা ফজলুল করীম কাসেমী।

নাজমুল/

মন্তব্য করুন