মাগুরায় ভাত খাওয়া নিয়ে শিশুর আত্মহত্যা

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯

আলী আশরাফ, মাগুরা : খুলনার মাগুরায় মহম্মদপুর উপজেলার চর-যশোবন্তপুর গ্রামে দুই ভায়ের মধ্যে ভাত খাওয়াকে কেন্দ্র করে ১০ বছর বয়সী ছোট ভাইয়ের আত্নহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া নুর-মোহম্মদ ঘরের আড়ার সাথে রশি ঝুলিয়ে এই আত্নহত্যা করেছে।

এলাকাবাসী ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাবার আগে সে বেগুনভাজি দিয়ে মাকে ভাত দিতে বলে গোসল করতে যায়। পরে গোসল করে ফিরে দেখে বেগুনভাজি গুলো দিয়ে আগেই মা বড়ভাইকে ভাত দিয়েছে। এই ক্ষোভে ভাত না খেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এই ব্যাপারে মাগুরা মোহাম্মদপুর থানার ওসি রিবিউল ইসলাম জানান, শিশুটি মানসিক বিকাশ উপযুক্ত ছিলনা। সে অনেকটা মানসিকভাবে প্রতিবন্ধী। তবে এই মৃত্যুর ঘটনায় থানায় অপঃমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য করুন