গোদাগাড়ীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯
বিএসএফের গুলিতে নিহত জামাল।

পাবলিক ভয়েস: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে জামাল নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভোরে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ সীমান্তে এ ঘটনা ঘটে। জামাল চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুলতান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এই কর্মকর্তা জানান, গতকাল বুধবার (২৩ জানুয়ারি) রাতে জামালসহ কয়েকজন সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় গরু আনতে যান।

এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল নিহত হন। এসময় তার সঙ্গে থাকা অন্য রাখালরা মরদেহ নিয়ে পালিয়ে আসেন।

মন্তব্য করুন