

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।
আজ বুধবার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। নেতৃদ্বয় বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ইসলামের আকিদা-বিশ্বাস ও বিধানের বিরুদ্ধে গিয়ে পৌত্তলিকতা সংস্কৃতি আমদানির পাঁয়তারা করছে একটি উগ্র সাম্প্রদায়িক মহল।
দেশের শীর্ষ ধর্মীয় নেতৃবৃন্দ ও উলামায়ে কেরাম এধরণের রাষ্ট্রীয় গোমরাহির পথ পরিহার করার আহ্বান জানিয়ে সরকার ও দেশবাসীকে সতর্ক করায় ইসলামবিদ্বেষী একটি অশুভ শক্তি আলেম-উলামা ও তাওহিদি জনতার বিরুদ্ধে মিথ্যাচার, কটূক্তি ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছে। দেশব্যাপী ওয়াজ-মাহফিলে প্রশাসনিক বাধাদানের ঘটনাও ঘটছে।
এর ধারাবাহিকতায় দেশবরেণ্য তিনজন আলেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি ভূঁইফোড় সংগঠন রাষ্ট্রদ্রোহীর মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ ওয়াজ-মাহফিলে বাধাদান এবং আলেম-উলামাদের বিরুদ্ধে গালি-গালাজ, প্রাণনাসের হুমকিসহ সব অপপ্রচার বন্ধের জোর দাবি জানাচ্ছি।
নেতৃদ্বয় আলেম-উলামার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার করুন। ভাস্কর্য বিষয়ে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বক্তব্য ও ফতোয়া অনুধাবন করে সঠিক পদক্ষেপ নিন।
আই.এ/