

ঢাকা-বরিশাল রুটের একটি যাত্রীবাহী লঞ্চের ছাদে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশাল এসে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে তিন তলার ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়ালে ওই যুবকের লাশ পাওয়া যায়।
তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়। রাতে ঢাকা থেকে বরিশালে আসার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।