
জব্দ স্বর্ণের ছয়টি বার।

পাবলিক ভয়েস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
আজ বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নাস্তিপুর সীমান্তবর্তী এলাকা থেকে বারগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সীমান্তের ৮০ নম্বর মেইন পিলারের কাছে কাগজে মোড়ানো একটি প্যাকেটে ছয়টি স্বর্ণের বার ফেলে পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদী সাঁতরিয়ে পালিয়ে যান এক যুবক।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক ইমাম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া ৭০০ গ্রাম ওজনের মোট ছয়টি স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ টাকা।