চট্টগ্রামের কট্টলীতে গ্যাসলাইন বিস্ফোরণে ৯ জন দগ্ধ

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

চট্টগ্রামের উত্তর কাট্টলীতে গ্যাস লাইনের বিস্ফোরণে একই পরিবারের ৭ জন সহ ৯ জন দগ্ধ হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাতে নগরের আকবর শাহ থানাধীন, উত্তর কাট্টলি মরিয়ম ভবনে এ দুর্ঘটনা ঘটে।

পরে দগ্ধ অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কন্ট্রোলরুমের পরিদর্শক জহিরুল ইসলাম।

দগ্ধরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮)। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকরা।

চমেক হাসপাতাল বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ  বলেন, বেশির ভাগ জনের শ্বাসনালী পুড়ে গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল থেকে তাদের চিকিৎসার জন্য সব ধরনের সাহায্য করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হতে পারে।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন