মঙ্গলবার রাত থেকে আজ ভোর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

পাবলিক ভয়েস: গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ১১ জন নিহত হয়েছেন। এ হিসাব মেলাতে না মেলাতেই মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একজন। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালা ১২ জনে।

গাজীপুরের শ্রীপুরের বরমী এলাকায় কারখানার শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় আহত আম্বিয়া খাতুনের (৩৪) মৃত্যুই সে সংখ্যা বাড়িয়ে দিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে মারা গেছেন তিনি।

নিহতের ফুফাত ভাই আমিনুল ইসলাম জানান, গত ছয় মাস ধরে বরমী এলাকার ছিটপাড়া গ্রামের গার্ডেনিয়া গার্মেন্টস কারখানায় অপারেটর পদে চাকরি করছিলেন আম্বিয়া। গত সোমবার সন্ধ্যায় ছুটির পর কারখানার বাসে বাড়ি ফেরার পথে বাসটি বরমী জনতার মোড়ে নিয়ন্ত্রণ হারায়। এতে আম্বিয়া খাতুন মাথায় গুরুতর আঘাত পান। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর সদরের মান্দারীর যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। বাকি একজন অটোরিকশার চালক।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা বাজারে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ বুধবার রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমরান ও আজাহার আলী নিহত হন।

মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টায় বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনী (নিমাইরপুল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাক্টরটি আটক করেছেন।

এছাড়া খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে কালা মারমা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহাল ত্রিপুরা নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের মাটিরাঙ্গার বাইল্যাছড়ি মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

মন্তব্য করুন