
পঞ্চগড় সদরে হাঁড়িভাসা ইউনিয়নে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় সাক্ষী হওয়ায় স্থানীয় এক মসজিদের ইমামকে বরখাস্তের অভিযোগ উঠেছে। ইমামের নাম মোহিদুল ইসলাম। তিনি ওই ইউনিয়নের বড়বাড়ি বাজার জামে মসজিদের ইমাম ছিলেন। এ বিষয়ে গত রোববার স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর রাতে প্রতিবেশী ফারুক হোসেন এক গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ফারুক পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী। ওই মামলায় সাক্ষী করা হয় মোহিদুল ইসলামকে। এ ঘটনার জেরে তাকে বাদ দিয়ে ওই মসজিদে নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে।
ইমাম মোহিদুল ইসলাম জানান, মাসে ১ হাজার টাকা বেতনে প্রতি শুক্রবার জুমার নামাজে ইমামতি করতেন তিনি। তবে ওই মামলায় সাক্ষী হওয়ায় মসজিদের জমিদাতা মাহাবুব আলম তাকে কিছু না জানিয়ে বরখাস্ত করেন। এ বিষয়ে মাহাবুব আলমকে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইউপি চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম জানান, ধর্ষণচেষ্টার মামলায় মসজিদের ইমাম সাক্ষী হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে- এমন অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার দু’পক্ষকে ডাকা হয়েছে। আশা করি, সেখানেই এর একটি সমাধান হবে।
নাজমুল/

