

জামিয়া রাহমানিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন। এর আগে দলটির মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন মাওলানা মাহফুজুল হক। সম্প্রতি তিনি বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রাজনীতি থেকে সড়ে দাঁড়িয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিসে নির্বাহী কমিটির বৈঠকে নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয় মাওলানা মামুনুল হককে।
আজ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিসে নির্বাহী কমিটির বৈঠকে মাওলানা মাহফুজুল হক পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপরই মাওলানা মামুনুল হককে মনোনীত করা হয়। বিভিন্ন সূত্রে এটা নিশ্চিত হওয়া গেছে।
দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ডিসেম্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বোচ্চ ফোরাম মজলিসে শূরা বা আমেলা কমিটির মিটিং রয়েছে। সেখানে অনুষ্ঠিত হবে দলের কাউন্সিল। কাউন্সিল পরবর্তী ঠিক হবে দলের মূল নেতৃত্ব। বর্তমানে দলটির সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা ইসমাঈল নূরপুরী।
আই.এ/