

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় একটি আবাসিক হোটেলে গৃবধূকে রাতভর ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন চরফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. আমির হোসেন বেপারির ছেলে মো. সোহাগ, বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট এলাকার মো. নাগর পাটোয়ারী ছেলে পারভেজ, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার রসুলপুর এলাকার আজমল হোসেনের ছেলে মোতালেব হোসেন।
মঙ্গলবার আটককৃতদের আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার বিকেলে চরফ্যাশন থানা পুলিশ সেবা আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করে।
জানা যায়, লালমোহন উপজেলার স্বর্ণালী সড়কের বাসিন্দা এক গৃহবধূর সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে চরফ্যাশনের মুজিব নগর ইউনিয়নের সোহাগের সাথে মোবাইল ফোনে দীর্ঘদিন কথপোকথন চলছিল ৷ এ সূত্র ধরে সোহাগ বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে শনিবার সন্ধ্যায় গৃহবধূকে চরফ্যাশন নিয়ে আসেন ৷ চরফ্যাশনে এসে রাতে চরফ্যাশন হাসপাতাল রোডের সেবা আবাসিক হোটেলে রাত্রি যাপনের উদ্দেশ্যে রুম ভাড়া করে। গভীর রাতে সোহাগ বিয়ে করবে বলে হোটেলের ২১নং কক্ষে জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে ৷
সকালে বাজার থেকে নাস্তা আনার কথা বলে বহিরে গিয়ে আর ফিরে আসেনি সোহাগ ৷ তার সহযোগী হিসেবে হোটেলের ম্যানেজার মোতালেব ও পারভেজ গৃহবধূকে এ ঘটনা কাউকে না বলার জন্য বিভিন্নভাবে হুমকি দিতে থাকে ৷
এ অবস্থায় রবিবার বিকেলে ভিকটিম বাদী হয়ে চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার নং-০৪। ওই মামলার আলোকে চরফ্যাশন থানা পুলিশ আসামিদের গ্রেপ্তার করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, আসামীদেরকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এনএইচ/