বাগেরহাটে সড়ক দুঘর্টনায় নিহত ৩

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯

পাবলিক ভয়েস: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিলজং ইউনিয়নের কানারপুকুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফকিরহাট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহামুদ দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি বাস যাত্রী নিয়ে গোপালগঞ্জ যাচ্ছিল। পথে ফকিরহাট উপজেলার কানারপুকুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

মন্তব্য করুন