ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

ভোলা প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে  ভোলার লালমোহন উপজেলায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় প্রথম দিনে খেলায় অংশগ্রহণ করেন ধলি গৌরনগর ইউনিয়ন ফুটবল একাদশ ও কালমা ইউনিয়ন ফুটবল একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। এ সরকারের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হয়েছে। বাংলাদেশের সোনার ছেলেরা ক্রিকেটসহ সকল খেলায় বিশ্বের কাছে নতুন করে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন নেতৃত্বে থাকার কারনে বাংলাদেশ সকল দিক থেকে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। এ উন্নয়নের ফলে তিনি আজ উন্নয়নশীল দেশের রাষ্ট্র প্রধানদের কাছে কিংবদন্তি প্রধানমন্ত্রী। তার হাত ধরে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।

মাদকমুক্ত সমাজ গঠনে তরুন প্রজন্মকে মাঠেমূখী করতে হবে উল্লেখ করে এমপি শাওন বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ থেকে বাঁচতে তরুণ প্রজন্মকে মাঠে আসার সুযোগ করে দিতে হবে। তাহলে তারা আর মাদক ও ইভটিজিংয়ের পিছনে হাটবে না।

উদ্বধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ্বাস, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি প্রমূখ।

এনএইচ/

মন্তব্য করুন