দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের ‘দ্রুত বিচার আইনে’ সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার (২ অক্টোবর)  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা। জেলা শাখার  সভাপতি মুহা. আবরারুল হকের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে বক্তারা কথা বলেন, বর্তমান বাংলাদেশে ধর্ষণ মহামারির রূপ ধারণ করেছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। নারীর প্রতি এমন সহিংসতার পিছনে সর্বপ্রধান কারণ হলো বিচারহীনতা। প্রতিনিয়ত ধর্ষণ হলেও ধর্ষকদের বিচার হচ্ছে না কোথাও। তদন্তের নামে বছরের পর বছর ঝুলে থাকে ধর্ষণের মামলা। এমতাবস্থায় দ্রুত বিচার আইনে ধর্ষকের শাস্তি নিশ্চিতকরণের মধ্য দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব। তাই আমাদের দাবি হলো, ধর্ষণের শাস্তি দ্রুত বিচার আইনে কার্যকর করতে হবে।

বক্তারা বলেন, সিলেট এমসি কলেজের ক্যাম্পাসে ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনা জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এই ঘটনায় আমরা ব্যাথিত ও ভারাক্রান্ত। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আর কোন ধর্ষণ ঘটলে তার দায়ভার সরকারকেই নিতে হবে।

ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ.এম সাইফুল ইসলাম -এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা প্রভাষক আলমগীর হোসেন তালুকদার , ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মুহা. মশিউর রহমন। এতে আরো উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য জোবায়ের আহমাদ – , ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আবু বকর সিদ্দিক , সাংগঠনিক মুহা. আবু হানিফ , প্রচার ও প্রকাশনা আহমদুল্লাহ বিন ফরিদ , দফতর সম্পাদক ফাইজুল ইসলাম , আলিয়া মাদরাসা সম্পাদক মুহা. শাহারিয়ার রহমান , স্কুল সম্পাদক মুহা. আতিকুর রহমান মুজাহিদ , ছাত্র কল্যাণ সম্পাদক মুহা. খাইরুল ইসলাম , সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক তানভীর আহমাদ প্রমুখ নেতৃবৃন্দ।

আই.এ/

মন্তব্য করুন