বিএনপি করোনায় আক্রান্ত, তাদের মাঠে নামার মেরুদণ্ড নেই: ডা. জাফরুল্লাহ

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

 বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ধর্ষণের বিরুদ্ধে গণতন্ত্র ফোরামের মানববন্ধনে একথা বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি এতটাই করোনাগ্রস্ত যে তারা রাস্তায় নামতে পারে না। বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই আমাদের জাতি চরম দুর্দশায় রয়েছে। এ থেকে মুক্তির একটাই পথ আমি দেখি, আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে।

এসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ারও আহ্বান জানান তিনি। মানববন্ধ‌নে গণতন্ত্র ফোরামের নেতা কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

আই.এ/

মন্তব্য করুন