

কওমী মাদরাসাসমূহের সর্বোচ্চ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর চলমান সংকট নিরসনে কওমী কল্যাণ পরিষদের ব্যানারে ১ অক্টোবর (বৃহস্পতিবার) সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত থাকার দাওয়াত গ্রহণ করেছিলেন ঢালকানগরের পীর সাহেব মুফতী জাফর আহমদ সাহেব।
কওমী মাদরাসাসমূহের শুভাকাঙ্খি ও বেফাক সংশ্লিষ্ট কিছু মুখলিস আলেমদের পক্ষ থেকে বেফাকের চলমান সংকট নিরসনে ভূমিকাসূলভ কিছু প্রস্তাবনামূলক আলোচনা অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়েছিলো।
নিজস্ব ব্যস্ততা ও বিশেষ কিছু কারণে তিনি বিএম মিলনায়তনের সম্মেলনে উপস্থিত হতে পারেননি। তবে সম্মেলন সংশ্লিষ্টদের কাছে তিনি একটি প্রত্যায়নপত্র দিয়েছেন এবং এ বিষয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় নেতিবাচক প্রচারণার বিষয়ে নিবৃত থাকার প্রতি সকলকে অনুরোধ জানিয়েছেন। একই সাথে প্রত্যায়নপত্রটি উক্ত সম্মেলনে পড়ে শোনানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রত্যায়নপত্রে তিনি বলেছেন – বর্তমান কওমি অঙ্গনে বেফাকুল মাদারিসের বিভিন্ন বিষয় নিয়ে আমি ছোট মানুষ হওয়া সত্ত্বেও বিভিন্ন বুযুর্গানে দ্বীন আমার মতামত জানার জন্য তাদের খেদমতে ডেকে পাঠিয়েছেন এবং আমি সেখানে উপস্থিত হয়েছি। আবার বিভিন্ন বড়রা আমার নিকটে খানকায়ে তাসরিফ এনে আমার মতামত জানতে চেয়েছেন। তারই ধারাবাহিকতায় (বিশেষ একজন মেহমান) আমার খানকায়ে তাসরিফ এনেছিলেন এবং চলমান সংকট নিরসনের ব্যাপারে আলোচনা করেছেন এবং ওলামা কেরামদেকে নিয়ে একটি আলোচনা সভা করে কিভাবে এর সমাধান হবে এর প্রতি জোর দিয়েছেন এবং সাথে আমিও একমত পোষণ করেছি। এই সভায় উপস্থিত হওয়ার জন্য তিনি আমাকে আদেশ করেছেন এবং আমিও যদি আমার কোন সমস্যা না থাকে তাহলে উপস্থিত হওয়ার ইচ্ছা পোষণ করেছি।