
বিনা দোষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ভুল আসামি হয়ে ২৬ মামলায় প্রায় ৩ বছর কারাভোগ করা পাটকল শ্রমিক জাহালমকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রায় ঘোষণা করা হবে আজ বুধবার।
বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন। এ সময় আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্টের এই বেঞ্চই এ মামলাটি রায়ের জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।
‘ভুল আসামি’ হয়ে ২৬ মামলায় তিন বছর কারাগারে থাকার পর হাইকোর্টের আদেশে গত বছরের ৩ ফেব্রুয়ারি মুক্তি পান জাহালম। আবু সালেক নামে একজনের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির ২৬টি মামলা রয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটেন টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালম। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে হাইকোর্ট তাকে মুক্ত করার নির্দেশ দেন। গত বছরের এপ্রিলে জাহালমকাণ্ডে দায়ীদের চিহ্নিত করতে দুদকের প্রতিবেদন চান হাইকোর্ট।
এনএইচ/

