

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখা দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবেরর সামনে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। এসসময় আগামী ১ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। ধর্ষণের বিচার দাবিতে দেওয়া হয়েছে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম বলেন, ধর্ষণ বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি পাশাপাশি ক্ষমতাসীনদের ছত্রছায়ায় দেশব্যাপী যেন ধর্ষণ উৎসব চলছে। এর দায় ভার সম্পূর্ণভাবে এই ফ্যাসিবাদী সরকারের।
তিনি বলেন, নারী ক্ষমতায়নের মুখরোচক বুলির আড়ালে চলছে নারীর প্রতি সহিংসতা। বর্তমান সরকার আজ নারীর নিরাপত্তা নিশ্চিতে পরিপূর্ণভাবে ব্যর্থ। সিলেটের এমসি কলেজ নয় শুধু সারা দেশে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগে ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ধর্ষণের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এভাবে একটি সমাজ চলতে পারে না। অনতিবিলম্বে ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যকর করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে এমসি কলেজ এবং খাগড়াছড়িতে উপজাতি ধর্ষণের অভিযুক্ত ধর্ষকদের বিচার করতে হবে। অন্যথায় আগামী ১লা অক্টোবর সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।
সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এম শোয়াইব, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য মুনতাছির আহমাদ, জামালুদ্দিন মুহাম্মাদ খালিদ, মজলিসে শূরার সদস্য শিব্বির আহমদ, ঢাকা নগর পূর্বের সভাপতি আখতারুজ্জামান মাহদী, নগর পশ্চিমের সহ সভাপতি রায়হান চৌধুরী, দক্ষিণ সাধারন সম্পাদক কাওছার আহমাদ প্রমুখ।
আই.এ/