
আবু তালহা তোফায়েল : ২৮ সেপ্টেম্বর (সোমবার) গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের মঞ্জিলতলা বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে, সতিপুর, কাকুনাখাই, খলা, সুনাপুর গ্রাম, ফুদপুর ও নয়াগ্রাম হাওরে বন্যা কবলিত অসহায় পরিবারে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়।
৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান সৌদিআরব প্রবাসী সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান এবাদের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, দারুস সালাম লাফনাউট মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক আহমদ, হাফিজ আজুর উদ্দীন, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আলাউর রাহমান, মাওলানা ময়নুদ্দিন, মাওলানা বিলাল আহমদ, মাওলানা মুহসিন আহমদ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা কাওছার আহমদ, মাওলানা হিফজুর রহমান প্রমুখ।
এনএইচ/

